অনলাইন ডেস্ক
এছাড়া লেবাননের নাবাতিয়েহ শহরে আরও ৮,২০৯টি আক্রমণ করেছে তারা। সম্প্রতি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর থেকে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামের বাসিন্দারা নিজ নিজ আবাসস্থলে ফিরে যেতে শুরু করেন। কিন্তু যুদ্ধবিরতির একদিন পরই ইসরাইল তার মানচিত্রকে রেড জোন এরিয়া বা লাল সীমাবদ্ধ অঞ্চল দিয়ে প্রকাশ করে। এমন সতর্কতা দিয়ে ইসরাইলি সেনাদের মুখপাত্র আভিচার আদ্রাই এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে বলা হয়েছে- পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পথ ব্যবহার করে নিজ গৃহে প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হলো। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাবাহিনীকে সরে আসার নির্দেশ দেয়া হয়, যাতে লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে প্রত্যাবর্তন করতে পারে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরাইলি সেনাবাহিনী এখনও দক্ষিণ লেবাননে অবস্থান করছে। পাবলিক স্টুডিও নামে পরিচিত লেবাননের একটি নগর পরিকল্পনা বিষয়ক প্রতিষ্ঠান ইসরাইলি সেনাদের আগ্রাসনের ফলে ধ্বংসযজ্ঞের চিত্র প্রকাশ করেছে। এর বেশির ভাগেই ব্যবহার করা হয়েছে সাদা ফসফরাস। আহমেদ বেদুইন বলেন, ইসরাইল যে এলাকাকে বাফারজোন ঘোষণা করেছে এর ক্ষয়ক্ষতি ব্যাপক। বেদুইন আরও বলেন, ইসরাইলের এই কর্মকাণ্ডের পরিণাম ভয়াবহ। অতি দ্রুত আমাদের এই এলাকা দূষণমুক্ত করা দরকার। লেবাননের দক্ষিণ অঞ্চল এখনও ইসরাইলি সেনাবাহিনীর দখলে। থিঙ্কট্যাংক আটলান্টিক কাউন্সিলের লেবানন বিশেষজ্ঞ নিকোলাস বার্নাডফোল্ড বলেন, আমার মনে হয় বাফারজোনে হিজবুল্লাহর অবকাঠামো অনুসন্ধান করে ক্ষতির পরিমাণ বাড়াচ্ছে ইসরাইল এবং অযথা সময় নষ্ট করছে। তিনি আল-জাজিরাকে আরও বলেন, এটি কাকতালীয় ঘটনা নয় যে, ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে তাদের দখলদকৃত অঞ্চলের সঙ্গে এই অঞ্চলের যথেষ্ট মিল আছে। তিনি বিশ্বাস করেন না, ইসরাইলি সেনারা ৬০ দিনের বেশি ওই অঞ্চলে থাকবে। কারণ কোনো দীর্ঘমেয়াদি দখল হিজবুল্লাহ থেকে নতুন প্রতিরোধ তৈরি করবে। এখনো সাদা ফসফরাস ব্যবহার করে ইসরাইলের বাফারজোন তৈরির লক্ষ্য অর্জন হতে পারে। এটি ইতিমধ্যে শত শত হেক্টর জমি নষ্ট করেছে। তাছাড়া ১০ হাজার জলপাই গাছ মারা গেছে। এই শহরে অবস্থিত ভবনগুলোও ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা