বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সমন্বিত সহায়তায় ১৫২ জন বাংলাদেশী লিবিয়া থেকে দেশে ফিরেছেন। বৃহষ্পতিবার ( ২৮ নভেম্বর) সকালে একটি চার্টার ফ্লাইটে প্রত্যাগমনকারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
লিবিয়া সংকট শুরু হয় ২০১১ সালে। যেটি গৃহযুদ্ধে রূপ নেয়, যা এখনও চলছে।অনেক বাংলাদেশী অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আছেন। এরকম বিপদজনক পরিবেশে অনেক বাংলাদেশী দেশে ফিরতে চাইছেন।
এই পটভূমিতে, আইওএম-এর ভলান্টিয়ারি হিউম্যানিটেরিয়ান রিটার্ন অ্যান্ড রিইন্ট্রিগ্রেশন (ভিএইচআর) প্রোগ্রামের আওতায় সরকারের সাথে সমন্বয়ে এই অভিবাসী বাংলাদেশীদের গ্রুপটিকে নিরাপদে দেশে ফিরতে সহায়তা করেছে। এই প্রোগ্রাম স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারী অভিবাসীদের লজিস্টিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে।
এরপ্রেক্ষাপটে ১৫২ জন বাংলাদেশী স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন । আন্তর্জাতিক অভিবাসী সংস্থা তাদের সহযোগিতা করে দেশে ফেরত আনার ব্যবস্থা করেন। আইওএম এই অভিবাসীদের দেশে নিরাপদ ও সুষ্ঠু প্রত্যাবর্তনের জন্য বিমান ভাড়াসহ সবধরণের সহযোগিতা প্রদান করেছে।
বৃহস্পতিবার দেশে ফেরার পর বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের স্বাস্থ্য সেবা, মনো-সামাজিক সহায়তা, খাদ্য এবং আগমন-পরবর্তী তথ্য দিয়ে সহায়তা করেছে আইওএম। এছাড়া, প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার জন্য চার হাজার সাত’শ টাকা করে দেয়া হয়। একইসাথে আইওএম তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে তাদের সহযোগিতা করে। ভিএইচআর প্রোগ্রামের আওতায় ফেরত আসা প্রত্যেক বাংলাদেশী এদেশে যাতে ব্যবসা কিংবা অন্য কিছু করে সামাজে পূনর্বাসিত হতে পারেন তার জন্য ১৪০০ ইউরো (প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা) দেয়া হবে।
এ প্রসঙ্গে আইওএম বাংলাদেশ এর চীফ অফ মিশন গিওরগি গিগাউরি বলেন, এই অভিবাসীরা লিবিয়ায় বিপদজনক অবস্থায় ছিলেন। দেশ ফিরতে ব্যকূল ছিলেন তারা। আমরা তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনকে সমর্থন করেছি। তাদের সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করে বাংলাদেশে আসতে সহযোগিতা করেছি।। আমরা মানবাধিকারের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে পুনরেকত্রীকরণের জন্য তাদের সামাজিক, মানবিক ও আর্থিক সহযোগিতা করছি।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত লিবিয়া থেকে ১৪৭৫ জন বাংলাদেশীকে দেশে ফিরে আসতে সহযোগিতা করেছে আইওএম। আইওএম এর অন্যতম মূল কার্যক্রম হিসেবে প্রতিষ্ঠানটি প্রতিবছর হাজার হাজার অভিবাসীদের জরুরী সহায়তা প্রদান করে। অভিজ্ঞতার ভিত্তিতে এবং বিশ্বব্যাপী নেটওয়ার্কের কল্যানে আইওএমএর ভিএইচআর প্রোগ্রামটি অভিবাসীদের সহায়তা নিশ্চিত করছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা