অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ আলফ্রেদো ডি স্তেফানো স্টেডিয়ামে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। স্পেনের পেশাদার ফুটবলের শীর্ষ স্তরে এটি তাদের রেকর্ড ৩৪তম শিরোপা। ২০১৬-১৭ মৌসুমের পর প্রথমবারের মতো সেরার মুকুট জিতে নিয়েছে সফলতম স্প্যানিশ ক্লাবটি।
ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেতে ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। যদিও ম্যাচের শুরু থেকেই দারুণ সব আক্রমণ সাজাতে থাকে তারা। ২৯ মিনিটে গিয়ে গোলের দেখা মেলে। এ সময় দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
প্রথমার্ধে আর গোল হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে ভিয়ারিয়ালের ডি-বক্সে সার্জিও রামোস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি কিক নিতে এসে আলতো করে বল বাড়ান রামোস। তার বাড়ানো বলে শট নিতে বেনজেমা আগেই ডি-বক্সে ঢুকে পড়ায় আবার পেনাল্টি শট নিতে হয় রিয়ালকে।
এবার স্পট কিক থেকে গোল করে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন লা লিগার এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। ৮৩ মিনিটে ইবোরার গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। বাকি সময়ে অনেক চেষ্টা করেও রিয়ালের জালে বল পাঠাতে পারেনি দলটি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা