লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
টস জিতে দারুণ শুরু করলেও পাকিস্তানকে বড় টার্গেট দিতে পারেনি বাংলাদেশ। শুরু থেকে বেশ সাবধানী ছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম শেখ।
৪৬ বলে অর্ধশত রানের জুটি গড়েন তারা। ৩৯ রানে আউট হন তামিম। দলীয় ৯৮ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। ঠিক পরের বলেই লং অনে তালুবন্দী হন নাইম। প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ৪৩ রানে।
এরপর আফিফকে সঙ্গী করে দলীয় শতক পার করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর হ্যারিস রউফের বলে ক্লিন বোল্ড হন আফিফ। ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার। তবে শাহিন শাহ্ আফ্রিদীর বলে বোল্ড হন মাত্র ৭ রান করেই।
শেষ পর্যন্ত অধিনায়কের ব্যাটে ভর করে ১৪১ রানের পূঁজি গড়ে বাংলাদেশ।
জবাবে, খেলতে নেমেই দুই টপ অর্ডার বাবর আজম ও হাফিজকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর শোয়েব মালিককে সঙ্গে নিয়ে রানের চাকা বেশ সচল রেখেছিলেন আহসান আলী।
কিন্তু আমিনুলের বলে ক্যাচ তুলে বিদায় নেন এই পাকিস্তানি ওপেনার। শেষ দিকে শোয়েব মালিকের অপরাজিত ৫৮ রানে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা