নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, হুমায়ূন সাধুর এর আগে ব্রেন স্টোক হয়েছিল। চিকিৎসকের পরামর্শে আমরা তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু রবিবার রাতে তার দ্বিতীয় দফায় ব্রেন স্টোক হয়। তাই এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে গত সপ্তাহে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেসময় হুমায়ূন সাধুর বড়বোন ফরিদা আক্তার বলেন, ‘সে আমার সঙ্গে দুই তারিখে চট্টগ্রামে আসে।এখানে এসে প্রচণ্ড জ্বরের কবলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই। হাসপাতালে ভর্তি করার পর তার জ্বর কমে গেছে অনেকটা। কিন্তু কথা বলতে পারছিল না।’
হুমায়ূন সাধু নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসাবে মিডিয়া আসেন। এরপর ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।
সর্বশেষ ‘চিকন পিনের চার্জার’ নাটক দিয়ে বেশ আলোচনায় আসেন হুমায়ূন সাধু। নির্মাণ করেছেন অনেক নাটক। শিগগির চলচ্চিত্র নির্মাণ করার কথাও রয়েছে তাঁর।
চলতি বছর একুশে বইমেলায় ‘ননাই’ নামের একটি গল্পগ্রন্থও প্রকাশ হয়েছে হুমায়ূন সাধুর।অভিনয়, নির্মাণ ও লেখালেখি-তিনটিই সমানতালে চালিয়ে যাওয়া ‘ঊন মানুষ’খ্যাত এই তারকার জন্য দোয়া চেয়েছে পরিবার।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা