অনলাইন ডেস্ক
কথাতেই আছে আহত সিংহ ভয়ঙ্কর হিংস্র। কিন্তু এতোটা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তা ভেবেছিল কে,কবে। ৪০ বছর বয়সী আন্ডারসন আর অধিনায়ক বেন স্টোকসের রসায়নে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৮৭ রানে হারিয়ে সিরিজে ফিরেছে ইংল্যান্ড।
আগের ম্যাচে বড় জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্রড-আন্ডারসন জুটিতে ব্যাটিং ধ্স নামে আফ্রিকান শিবিরে। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারানো দলটা নিয়মিত উইকেট হারিয়ে প্রথম ইনিংসে থেমে যায় ১৫১ রানে। একমাত্র ব্যাটার হিসেবে ব্যাক্তিগত ৩০ রান পেরোতে পারেন কাসিগো রাবাদা। ৩টি করে উইকেট পান ব্রড-আন্ডারসন। অধিনায়কের শিকার ২ উইকেট।
বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়লেও অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকসের সেঞ্চুরিতে, সাথে বেয়ারেস্ট্রোর ৪৯ ও ক্রওলির ৩৮ রানে ৪১৫ রানে থামে থ্রি লায়ন্সদের ইনিংস। নর্টযে শিকার করেন ৩ উইকেট, ২ উইকেট করে পান রাবাদা ও মাহরাজ।
২৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৫৪ রানে ৩ উইকেট হারানোর পর পিটারসেন-ডুসেনের ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ১৫১ রানে চতুর্থ উইকেট হারানোর পর আর দাঁড়াতে পারেনি তারা। শেষ ২৮ রানেই তারা হারায় ৬ উইকেট। ১৭৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। রবিনসন নেন ৪ উইকেট। আন্ডারসন নেন ৩ উইকেট, দুই উইকেট শিকার করেন বেন স্টোকস।