পেঁয়াজের দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে লবণের দাম বেড়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। এ গুজবে কান না দিতে সাধারণ মানুষকে সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। লবণ দাম
লবণ সংকটের কারণে শিগগিরই মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় রীতিমতো ভিড় লেগে গেছে দোকানগুলোতে। সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরাও। কেউ কেউ মজুদ করছেন, কেউবা নিচ্ছেন বাড়তি দাম। এসব অনিয়ম ঠেকাতে ইতোমধ্যে মাঠে নেমেছে প্রশাসন। চলছে ব্যাপক ধর-পাকড় ও জরিমানা।
রাজধানীর গোপীবাগ এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে মুদিদোকানগুলোয় লবণ কিনতে মানুষের প্রচুর ভিড় দেখা যায়। এর মধ্যে অধিকাংশই ছিলেন নারীক্রেতা। তারা দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত লবণ কিনছিলেন। দোকানে লবণ বিক্রি শেষ হয়ে যাওয়ায় ক্রেতাদের চাপে কয়েকটি দোকান বন্ধ করে দিতে বাধ্য হন ব্যবসায়ীরা।
একটি দোকানে লবণ ফুরিয়ে যাওয়ায় মজুদদারির অভিযোগে দোকান ভাঙচুরের চেষ্টা চালান কয়েকজন ক্রেতা। মুগদা এলাকায় অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে ২০ জন দোকানমালিককে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ছাড়াও রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, খিলগাঁও, আগারগাঁও, তেজগাঁও ও বেগুনবাড়ি এলাকার বাজার ও মুদিদোকানে লবণ কিনতে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। বাসাবোর মায়ের দোয়া স্টোরের মালিক সুমন বলেন, ক্রেতাদের বাড়তি চাহিদা থাকায় এক বস্তা লবণ শেষ হয়ে গেছে। লবণ দাম
বিকেলে কাপ্তান বাজারে গিয়ে দেখা গেছে, বাজার অনেকটা লবণশূন্য হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারো কাছে এক কেজির বেশি লবণ বিক্রি না করার নির্দেশ প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, বাজারে এখন সবচেয়ে ভালো মানের লবণের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য লেখা ৩৫ টাকা। আর সাধারণ লবণের সর্বোচ্চ খুচরামূল্য ২৫ টাকা। খুচরা বিক্রেতাদের কাছে বিপণনকারী কোম্পানি এক কেজি লবণ বিক্রি করে ২৫ থেকে ২৬ টাকা দরে। বাজারের বড় দোকানগুলোতে এসব লবণ ৩০ টাকা কেজি দরে পাওয়া যেত।
গতকাল সকাল থেকে ক্রেতাদের বাড়তি চাপ দেখায় খুচরা বিক্রেতারা এখন আর ছাড় দিয়ে বিক্রি করছেন না। অন্য দিকে দেশের বিভিন্ন জেলা থেকে চড়া দামে লবণ বিক্রির খবর আসছে।
গুজব ছড়ানো ও বেশি দামে লবণ বিক্রির দায়ে বিভিন্ন জেলায় ২২ জনকে আটক ও কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ৫৬ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর পটুয়াখালীতে অতিরিক্ত লবণ কেনায় ২ ক্রেতাকে জরিমানা করা হয়েছে। লবণ দাম
আটক ও দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজশাহীতে ৩ জন, নীলফামারীর ডোমারে ৩ জন, নেত্রকোনার খালিয়াজুরীতে ১ জন, নারায়ণগঞ্জে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, বরিশালের গৌরনদীতে ৪ জন, লালমনিরহাটে ৪ জন, ফরিদগঞ্জের (চাঁদপুর) আটক ৩ ব্যবসায়ী।
এছাড়া হবিগঞ্জ মাধবপুরে ৮ ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা, নেত্রকোনা মদন ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা, ঠাকুরগাঁওয়ে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা, পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা, টাঙ্গাইলের সখীপুরে ১ ব্যবসায়ীকে ১ লাখ টাকা, লালমনিরহাটের আদিতমারীতে ১ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ ব্যবসায়ীকে ৬০ টাকা, পটুয়াখালীতে ২ ক্রেতা ও কলাপাড়ায় ২ ব্যবসায়ী, ভোলার চরফ্যাশনে ৩ ব্যবসায়ী ১১ হাজার টাকা, কুমিল্লা মুরাদনগরের ৪ জনকে ৫৫ হাজার, চাঁদপুরের ফরিদগঞ্জে ১ জনকে ৪০ হাজার, ঝিনাইদহের কালীগঞ্জে ১ ব্যবসায়ীকে ৫০ হাজার, জয়পুরহাটে ৮ জনকে ৬৭ হাজার টাকা, গাজীপুরের কাপাসিয়ায় ৯ জনকে ৭০ হাজার টাকা, কুড়িগ্রামে ১ জনকে ৫০ হাজার টাকা, ভোলার লালমোহনে ৪ জন ১৬ হাজার টাকা, ডোমার (নীলফামারী) ৫ জনকে জরিমানা করা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা