অনলাইন ডেস্ক
পার্টি (১৫ মে) শক্তি নোয়ার সুবর্ণ চর জব্বার ও বিডিসি খামারে সয়াবিন, ভুট্টা ও সূর্যমুখীর মাঠ পরিদর্শন উন্নয়ন কৃষকদের সঙ্গে মতবিনিময় কালে কালে তিনি বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘শক্তি দল ক্ষমতায় সংসদ অনুমতি দিতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। আমরা নির্বাচনে বিএনপি, ২০০৯ সাল থেকে শুরু করেছে ২০১৪ নির্বাচন বানাবার জন্য, অবরোধের মাধ্যমে। নির্বাচনের যোগও তারা অগ্নিসংযোগ করেছে। বাস বাসের মধ্যে আগুন লাগিয়ে দগ্ধ করে মেরেছে। তারা যদি সক্ষম হতে চায় তাহলে তাদের মানুষের বসবাস করতে হবে। নিশ্চিত জন বন্ধুর কাছে আসতে হবে। মানুষের দুঃখ কষ্টের সঙ্গে আমার সম্পৃক্ত করতে হবে। শুধু ক্ষমতায় আসা যাবে না।
আগামী নির্বাচন সুষ্ঠু উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা আগামী নির্বাচন নিরীক্ষকের বিরুদ্ধে। গত ৮ মে অনুষ্ঠিত ভোটের ভোটের সুত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তুখোড় মহোদয়কে বলা হয়েছে। জনগণের কাছে যেতে বলা হয়েছে।
চাষিদের উদ্দেশ্যে নেতা বলেন, ‘নোয়ালীর পতিত জমিনকে আবাদের বিপক্ষে আনতে আউশ ধানের উচ্চফলনশীল জাতীয়তাবাদ উদ্ভাবন করেছে আমাদের। বারবার স্বল্প জীবনকাল শেষ করা আরও ফলনশীল জাতগুলো রবি চাষের পরপরই আবাদ করবেন। কৃষিবাদের প্রযুক্তি ও বিকল্প দিতে বিডিসি বীজ, সার ওচ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। কৃষকদের কাছে সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্প্রসারণ কাজ করছে।
খাদ্য নিরাপত্তা টেকসই ও মজবুত করতে হলে চরকে সক্রিয়, উপকূলীয় পাকিস্তান এলাকা, পাহাড়ি প্রতিসূল উত্তরকে আরো চাষের সংগ্রহ আনতে হবে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না। পতিত জমির মালিকানা আনতে শেখার সরকার নিরলসভাবে কাজ করছে। পতিত জমিতে তারা চাষ করবে তাদের সব ধরনের বিকল্প প্রদান করবে বলে জানান কৃষি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, সত্যক্তা উপকূলীয় স্থান একটি সম। লবনাক্ত জমিতে উপযোগী জাত উদ্ভাবিত হয়েছে। টিকক্ত এলাকায় লাউ, সীম, তরমুজ, সূর্যমুখী, খবর আলু ও সয়াবিন চাষের ফলন ভালো হয়। এ বাগানের ক্রপিং প্যাটার্নে অন্তর্ভুক্ত করে গঠনটি গঠনটি আবাদের পক্ষে আনতে হবে। বর্তমান সরকার কৃষি যান্ত্রিকীকরণ, স্থানীয়করণ ও বাণিজ্যিককরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
এ সময় অন্যদের মধ্যে কৃষিচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির ভারপ্রাপ্ত সংসদ আমিরুল ইসলাম, পরমারু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জেল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিলক কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহালক বেনুর আলম, সুক্রদ রিসার্চ ইনস্টিটিউটের মহাচালক মির্জা, সুক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক জেলা প্রশাসক দেওয়ান মহবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. বাংলাদেশুল ইসলাম, বিএডিসির সুচর প্রকল্পের আজিম বর্ণন উপস্থিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা