অনলাইন ডেস্ক
এর মধ্যে নেটদুনিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হয়ে ওঠে শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পূজা দাদলানির শ্রদ্ধা নিবেদনের ভিডিও ফুটেজটি। দৃশ্যটি সব ধর্মের গুরুত্বের প্রতীক হিসেবে অনেকের মুখেই প্রশংসার ঝড় তুলেছে।
লতা মঙ্গেশকরের মরদেহের সামনে শাহরুখকে দেখা যায় ইসলাম ধর্মের রীতি মেনে প্রার্থনা বা দোয়া করতে। শাহরুখের পাশেই দুই হাত জোর করে প্রণাম বা শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই।
কিন্তু বিজেপির এক নেতা শাহরুকের বিরুদ্ধে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে থুথু ছেটানোর অভিযোগ তুলে নেটদুনিয়ায় বিতর্কের ঝড়ও তুলেছেন। হরিয়ানা রাজ্যের অরুণ যাদব নামের ওই বিজেপি নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিও শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’
অরুণ যাদপের এই টুইটের পর অনেককেই শাহরুখ বিরোধী মন্তব্য করতে দেখা যায়। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য কোনো ছবি বা ভিডিও নিয়েই কোনো মন্তব্য করেননি।
তবে ব্যখ্যা দিয়েছেন শাহরুখ ভক্তরাই। ওই বিজেপি নেতার সমালোচনা করে তাঁরা বলেছেন, ইসলাম ধর্মে প্রার্থনা বা দোয়া করার পর ফুঁ দেওয়ার নিয়ম রয়েছে। শাহরুখ তা-ই করেছেন। এতে শিল্পীকে কোনোভাবেই অসম্মান করা হয়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা