অনলাইন ডেস্ক
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় লঙ্কান প্রিমিয়ার লীগের ফাইনাল। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ডাম্বুলার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আভিস্কা ফার্নান্দোকে হারায় তারা। তবে এরপর আরেক ওপেনার কুশল মেন্ডিসের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন সাদিরা সমরবিক্রমা। ২৩ বলে ২২ রান করে মেন্ডিস এবং ৩০ বলে ৩৬ রান করে সমরবিক্রমা আউট হলে দলের হাল ধরেন কুশল পেরেরা এবং ধনঞ্জায়া ডি সিলভা।
পেরেরা ২৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেললেও ধনঞ্জায়া আউট হয়েছেন তিন ছয়ে ২৯ বলে ৪০ রান করে। এতে নির্হদ্রাইত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ গড়ে ডাম্বুলা।
এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ক্যান্ডির দুই ওপেনার। কামিন্ডু মেন্ডিসকে সঙ্গে নিয়ে মোহাম্মদ হারিস স্কোরবোর্ডে যোগ করেন ৪৯ রান। হারিস ২২ বলে ২৬ রান করে আউট হলেও মেন্ডিস ফিরেছেন স্কোরবোর্ডে আরও ৪৫ রান যোগ হওয়ার পর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা