অনলাইন ডেস্ক
রোববার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া শ্রীলঙ্কা শেষ পর্যন্ত অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয়। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৩৮ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত থাকেন শানাকা।
১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারানো ভারত শ্রেয়াস আইয়ারের অনবদ্য ব্যাটিংয়ে ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০তে জিতলো ভারত।
শেষ ম্যাচে দলের জয়ে ৪৫ বলে ৯টি চার ও এক ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন শ্রেয়াস আইয়ার। ১৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা