অনলাইন ডেস্ক
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৮ মাসে আগের বছরের চেয়ে রাজস্ব আদায় ১৬ শতাংশ বেশি হয়েছে। তবে তা চলতি বছরের লক্ষ্য পূরণ করতে পারেনি। আট মাসে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরকে রাজস্ব আদায়ের যে লক্ষ্য দেয়া হয়েছে, তার চেয়ে ১৮ হাজার ২২১ কোটি টাকা কম আদায় হয়েছে। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। বাকি চার মাসে আদায় করতে হবে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব। কিন্তু বছর শেষে লক্ষ্য অর্জন তো দূরের কথা সিপিডির হিসাবে ঘাটতি হতে পারে প্রায় ৮২ হাজার কোটি টাকা।
র্যাপিড এর চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক মতে, ডলার সংকট কমিয়ে আনতে আমদানির লাগাম টেনে ধরেছে সরকার। ফলে কমেছে রাজস্ব আদায়।
আইএমএফের শর্ত অনুযায়ী, রাজস্ব খাতে সংস্কারের পাশাপাশি প্রতি বছর জিডিপি’র দশমিক ৫ শতাংশ হারে রাজস্ব আদায় বাড়াতে হবে। এই লক্ষ্য পূরণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর আতিউর রহমান।
অন্যদিকে আট মাসে ভ্যাট আদায় আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। তবে তা চলতি বছরের নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৩ হাজার ৬৬৬ কোটি টাকা কম। চলতি বছর ৯২ হাজার ৩৬৮ কোটি টাকার ভ্যাট আদায়ের লক্ষ্য ধরা হলেও ৮ মাসে আদায় হয়েছে ৮৮ হাজার ৭০১ কোটি টাকার ভ্যাট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা