করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে ৮০টি শহর লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আওতায় রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। লকডাউন চলাকালে নিময় অমান্য করায় অন্তত ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কলকাতা শহর এখন প্রায় জনশূন্য বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টা থেকে শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে গোটা রাজ্যে।
গ্রেপ্তারকৃতদের সম্পর্কে কলকাতার পুলিশ সুপার অনুজ শর্মা ট্যুইট বার্তায় জানিয়েছেন, ‘আইন ভাঙার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ২৫৫ জনকে। বিদ্যুৎ, পানি, পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপণ, অসামরিক প্রতিরক্ষা, টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, ডাকঘর, ব্যাংক-এটিএম, গণবণ্টন ব্যবস্থা চালু থাকবে। সেই সঙ্গে মাছ মাংস, দুধ, ফলের মতো আবশ্যিক খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বলা হয়েছে। জরুরি সেবা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলাশাসক অথবা পুর কমিশনার।’
এদিকে, জনশূন্য রাজপথে চলছে পুলিশের কড়া চেকিং। জরুরি সেবা কিংবা অত্যাবশ্যকীয় পণ্য সংক্রান্ত না হলে খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি গাড়ি। নিতান্ত জরুরি দরকার ছাড়া আইন ভেঙে অযথা পথে নামলেই আটক করছে পুলিশ। শহরের সব গুরুত্বপূর্ণ স্থানে চলছে পুলিশের টহল।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা