অনলাইন ডেস্ক
দেশটির সরকার জানায়, শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াত্রা নিমটের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আগুন ছড়িয়ে পড়ে।
মুহুর্তেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা রোগীদের দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা করলেও সবাইকে নিরাপদে নিতে পারেনি। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
হাসপাতালে কোভিড-এর চিকিৎসাধীন ৮ রোগী এক রুমেই পুড়ে মারা গেছেন। আরও দু’জন অন্য রুমে দগ্ধ হয়ে মারা যান। পুরো হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ায় চিকিৎসক এবং নার্সও দগ্ধ হন। ধোঁয়ার কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
অনেককে অন্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে কজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার সামরিক বিমানে করে রাজধানী বুখারেস্ট-এ নেয়া হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রোমানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে। যদিও এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্টরা।
রোমানিয়ায় এ পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৮ হাজার ৮১৩ জন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা