অনলাইন ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে ইউরোপের সর্বকালের সেরা গোলস্কোরার এখন লিওনেল মেসি।
লিগ ওয়ানে শনিবার রাতে নিসের বিপক্ষে খেলেছে পিএসজি। ম্যাচটি ২-০ গোলে জিতেছে প্যারিসের দলটি। ম্যাচের প্রথম গোলটিই করেছেন মেসি। আর এতেই চিরপ্রতিদ্বন্দ্বি রোনালদোকে ছাপিয়ে গেছেন তিনি।
গত সপ্তাহে লিয়ঁ-র বিপক্ষে ঘরের মাঠে হারের পর পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল মেসিকে। এসব দেখে বার্সেলোনা সমর্থকেরা মেসিকে প্যারিস ছেড়ে আসার আহ্বান জানান। শনিবার রাতে সব সমালোচনার জবাব দিয়েছেন মেসি।
নিসের বিপক্ষে ২৬ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি সার্জিও রামোসের। তবে সেই গোলে অবদান রাখেন মেসি। তার নেওয়া কর্নার কিক থেকে হেডে গোল করেন রামোস।
পিএসজি সমর্থকদের জবাব দেওয়ার দিনে ইউরোপের সর্বকালের সেরা গোলস্কোরারে পরিণত হয়েছেন মেসি। ছাপিয়ে গিয়েছেন রোনালদোকে। সাবেক বার্সা তারকার গোল সংখ্যা এখন ৭০২। মোট ৮৪৬টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি।
রোনালদোর গোলসংখ্যা ৭০১। মোট ৯৮৯টি ম্যাচ খেলে ইউরোপে ৭০১টি গোল করেছেন পর্তুগিজ তারকা। এখন আর ইউরোপের ক্লাবে খেলেন না তিনি। তাই মেসিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ নেই তার সামনে।
আরও একটি মাইলফলক গড়েছেন মেসি। ক্লাব পর্যায়ে মোট ১ হাজার গোলে সরাসরি অবদান তার। ৭০২টি গোলের সঙ্গে অ্যাসিস্ট ২৯৮টি।