অনলাইন ডেস্ক
ভুক্তভোগী মাদারিপুরের শাহাবুদ্দিনের অভিযোগ, পঙ্গু হাসপাতালে যাওয়ার পথে দালালের খপ্পরে পড়ে ওই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু টাকা দিতে না পারায় ৭ দিন চিকিৎসা না দিয়েই ফেলে রাখা হয়। পরে তিন লাখ টাকা দিলে শাহাবুদ্দিন ছাড়া পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
মাদারিপুরের অটোরিকশা চালক শাহাবুদ্দিন ফকির। দুই মাসের বেশি সময় ধরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন। এক পা ও এক হাত অকেজো হওয়ার আশাঙ্কায় তিনি।
এই হাসপাতালে ভর্তি হওয়ার আগে শাহাবুদ্দিনের গল্পটা ছিলো ভয়াবহ। মাদারিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে ঢাকায় আসেন তিনি। কিন্তু কলেজ গেট থেকে দালালরা স্বজনসহ তাকে নিয়ে যায় মোহাম্মাদপুরের প্রাইম জেনারেল হাসপাতালে।
তার অভিযোগ, হাসপাতালের চাহিদা মত টাকা না দেয়ায় সাত দিন কোন চিকিৎসা দেয়া হয়নি। এমনকি বন্ধ রাখা হয় খাবারও। দুই সপ্তাহের জন্য তিন লাখ টাকা বিল দিয়ে সেখান থেকে পঙ্গু হাসপাতালে ভর্তি হন পরে শাহাবুদ্দিন।
প্রাইম জেনারেল হাসপাতালে ১৪ দিনের দুর্বিসহ বর্ণনা দেন শাহাবুদ্দিনের স্ত্রী মুক্তা বেগম। মোহাম্মাদপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।
প্রাইম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ টাকা নেয়ার কথা স্বীকার করলেও, চিকিৎসা না দেয়া ও হুমকি দেয়ার কথা অস্বীকার করেন।
প্রাথমিক তদন্তে ঘটনার সতত্য পাওয়া গেছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা