রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভারত বাংলাদেশকে পুরোপুরি সহায়তা করবে বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর একটি চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে একথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
চিঠিতে বলেছেন, ভারত, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান যে, মিয়ানমার থেকে চলে আসা মানুষগুলোর তার দেশে নিরাপদে, দ্রুত এবং স্থায়ীভাবে ফিরে যাওয়াটাই সবার গ্রহণযোগ্য বিষয় । এটি আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়ক হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন স্টেট থেকে চলে আসা ১০ লাখ মানুষকে বাংলাদেশ যেভাবে সহায়তা করছে এ ব্যাপারে বাংলাদেশের প্রশংসা করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা