সারাদেশে গত ২৪ ঘন্টায় (৪ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ৫ ডিসেম্বর সকাল ৮ টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৮ জন রোগী। এদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ৫০ জন। ঢাকার বাইরে ৬৩ জেলায় আক্রান্ত হয়েছে ৩৮ জন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫শ ২৪ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯ হাজার ৮শ ৭৫ জন।
তিনি জানান, বর্তমানে দেশের সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩শ ৮৫ জন। এরমধ্যে ঢাকার ৪০ টি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২শ ৩৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলােতে ভর্তি রোগীর ১শ ৪৭ জন।
গত ২৪ ঘন্টায় বিভাগীয় শহরগুলাের মধ্যে ঢাকায় ( ঢাকা জেলা ব্যতীত) ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১১ জন। চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। আশার খবর এই যে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় কোন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ডেঙ্গু সাধারণত বর্ষাকালে হয়। কিন্তু এবছর শীতমৌসুম আসার পরে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। যেহেতু মশার কামড়ে হয় তাই, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছে ।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৬৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে । এরমধ্যে আইইডিসিআর ২০৪ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১২৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
# সিনিয়র স্টাফ রিপোর্টার
আরও পড়ুন : ডেঙ্গু সারাবছর থাকবে এটাই এখন বাস্তবতা : মহাপরিচালক
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা