অনলাইন ডেস্ক
রোববার (২০ নভেম্বর) দৈনিক ইত্তেফাকের আয়োজনে জাতীয় প্রেসকাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের শিপিং খাত: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী একথা বলেন।
বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি সচল রাখতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। করোনার সময়ে অর্থনীতি চাঙ্গা রেখে সরকার তা প্রমাণ করেছে। মির্জা ফখরুল বলছেন, দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। এই ধরনের কথাবার্তা বলে দেশের মানুষকে অযথা আতঙ্কিত করা হচ্ছে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, রিজার্ভ কিছুটা কমে গিয়েছে। কারণ রিজার্ভের টাকা থেকে দেশের প্রয়োজনে অর্থনীতি সচল রাখতে কেনাকাটা করা হয়েছে। আগামী বছর পায়রা বন্দরের ফাস্ট টার্মিনাল চালু হবে। দেশের উন্নয়ন কার্যক্রম কোনো কিছু থেমে নেই। যদি অর্থনৈতিক দুরবস্থা থাকতো, তাহলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতো বলেও জানান তিনি।
বাংলাদেশের অর্থনীতি সচল আছে এবং বিদেশিরা বিনিয়োগ করতে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগ করছে। ভয় পাওয়ার কিছু নেই। অপেশাদারিত্ব নিয়ে ব্যবসা করলে হবে না। ব্যবসায়ীদেরকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৬১টি পতাকাবাহী জাহাজ ছিলো, এখন সেটি ৯০টি ছাড়িয়ে গেছে। একসময় আমরা শুনেছি কাজ হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। মাতারবাড়ি সাগর ছিলো, সেই সাগরকে অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে। মাঠ প্রশাসনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সচিবরা এখন মাঠপর্যায়ে ভিজিট করে। আগে বিভাগীয় কমিশনারদেরও পাওয়া যেতো না। সরকারের মূল কাজ সংকট সমাধান করে পথ দেখানো। সেই কাজটিই আমরা করছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা