১৯৭১ সালে রাজাকারদের হাতে নিহত একজন বামপন্থী নেতার জীবনী নিয়ে চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ । তানভীর মোকাম্মেল পরিচালিত এই চলচ্চিত্রটির ডাবিংয়ের কাজ মঙ্গলবার সমাপ্ত হয়েছে।
সরকারী অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, চিত্রলেখা গুহ, রামেন্দু মজুমদার, ঝুনা চৌধুরী, ফখরুল মাসুম বাশার, আফজাল কবীর, তাওসিফ সাদমান তুর্য্য, রাজীব সালেহীন, উত্তম গুহ, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সঙ্গীতা চৌধুরী, মিলি বাশার, অলোক বসু, দেবাশীষ সাহা, শরীফ হোসেন ইমন, পাভেল ইসলাম, মৃণাল দত্ত, ইকবাল আহমেদ, তমিজুদ্দীন আহমেদ, মহসিন শামীম, আনিসুর রহমান সেলিম, এনায়েত এ মাওলা জিন্নাহ, সুশীল সাহা, ইব্রাহীম বিদ্যুৎ, পংকজ মজুমদার, জাহঙ্গীর আহমেদ, পার্থ প্রতিম, আছিরউদ্দীন মিলন, শ্যামল বিশ্বাস, স্বপন গুহ, মেহেদী আল আমীন, শমিষ্ঠা মন্ডল, আখতার হোসেন, নব কুমার সরকার, প্রশান্ত কর্মকার, অপরূপ রাহী, সোহান আহমেদ, হাবিবুর রহমান, আজম শেখ, শৈলেন পাল, মতিউর রহমান, দেবদাস সাহা এবং শিশু শিল্পী হিয়া, হিমু ও অন্যান্যরা।
এছাড়া ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন বৃটিশ অভিনেতা অ্যান্ড্রু জোন্স।
ছবিটির কলাকুশলীরা হচ্ছেন চিত্রগ্রহণে মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ, সম্পাদনায় মহাদেব শী ও আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু। চলচ্চিত্রটির প্রধান সহপরিচালকের দায়িত্ব পালন করেছেন উত্তম গুহ এবং কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালন করেছেন চিত্রলেখা গুহ।
‘রূপসা নদীর বাঁকে’-র সহকারী পরিচালকেরা হচ্ছেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা। সোয়া দুই ঘন্টা দৈর্ঘ্যর “রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তানভীর মোকাম্মেল।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : নারী নির্যাতনের ঘটনার বিচারের ঘটনার শিকার নারীর স্বীকারোক্তিই যথেষ্ট : ফওজিয়া মোসলেম
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা