অনলাইন ডেস্ক
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে নয়টায় পূর্ব বিরোধের জের ধরে রুয়েটের শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের ছেলে পলাশ বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুই নাবালক ফয়সাল আহম্মেদ সিফাত ও শিমুল ওরফে পলাশসহ সোহেল রানা, নূর নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বিরের বিরুদ্ধে আদলতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ২৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোহেল রানা, নূর নবী, সাইমন ও সাব্বিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিল। মামলার অপর দুই নাবালক আসামির বিচার নারী ও শিশু আদালতে চলমান রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবুর ভাষ্যমতে, তাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। তবে আদালতের এ রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা