অনলাইন ডেস্ক
ঘরের মাঠে ভিগোর আক্রমণাত্মক শুরুর বিপক্ষে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় রিয়াল। তবে ১৪ মিনিটে ভাগ্যের জোরে গোল পেয়ে যায় কার্লো আনসেলোত্তির দল। ভিএআরে পাওয়া পেনাল্টিতে বেঞ্জামা সফল স্পট কিক নিয়ে নতুন মৌসুমে লা লিগায় গোলের খাতা খোলেন। গোল করে আত্মবিশ্বাসী হয়ে ওঠা রিয়ালকে ২৩ মিনিটে জবাব দেয় ভিগো। পেনাল্টিতেই গোল শোধ দেন ইয়াগো আসপাস। ৪১ মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন মদ্রিচ।
দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমনে ধার কমলেও ভিনিসিউস ও ভালভের্দে কাজের কাজ করে নেন। ৫৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্যবধান বাড়ানোর পর ৬৬ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার স্কোরলাইন ৪-১ করেন। ৮৫ মিনিটে এদেন আজারের পেনাল্টি শট ভিগোর গোলরক্ষক রুখে দিলে জয়ের ব্যবধান আর বাড়েনি গত মৌসুমের লা লিগা ও ইউরোপ চ্যাম্পিয়নদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা