অনলাইন ডেস্ক
কাম্প ন্যুয়ে শনিবার এলচেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয় দুটি গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি, বাকি আারেকটি গোল করেছেন মেমফিস ডিপে।
এ ম্যাচ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে এখন বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। তবে শুরুতে বার্সাকে আটকে রাখতে পারলেও ১৪তম মিনিটে বড়সড় ভুল করে বসে সফরকারীরা। লেভান্ডোভস্কিকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন গঞ্জালো ভের্দু।
প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে আরও চাপ বাড়ায় বার্সেলোনা। মুহুর্মুহু আক্রমণে ২০-২৬, এই ছয় মিনিটে দারুণ তিনটি সুযোগ তৈরি করে তারা। তবে গোলের দেখা পাচ্ছিলেন না লেভান্ডোভস্কি-ডেম্বেলেরা।
টানা আক্রমণ করে যাওয়ার সুফল মেলে ৩৪তম মিনিটে। তরুণ লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদের ছয় গজ বক্সে বাড়ানো বল জালে পাঠাতে কেবল একটা টোকার দরকার ছিল, ঠিক সময়ে ছুটে গিয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগান লেভান্ডোভস্কি। লা লিগায় এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন পোলিশ তারকা। সাত মিনিট পর দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেমফিস।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভান্ডোভস্কি। ডান দিক থেকে দেম্বেলের ছয় গজ বক্সে বাড়ানো বলে ঠিকমতো মেমফিস শট নিতে পারেননি, গোলরক্ষকও পারেননি বিপদমুক্ত করতে। ফাঁকায় আলগা বল পেয়ে জালে পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা