অনলাইন ডেস্ক
বুধবার দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ গোলো তিন মৌসুমে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিলো ম্যান সিটি।
গতবার রিয়াল মাদ্রিদ বুক ভেঙেছিল ম্যানচেস্টার সিটির। এবারও তেমন অনুমান করেছিলেন অনেকে। কিন্তু ফুটবলটা যে সব সময় ভবিষ্যদ্বাণী মেনে চলে না। আর চলে না বলেই তা রোমাঞ্চ ছড়ায় সবুজ গালিচায়। এবার রিয়াল ভাগ্য বদলেছে ম্যানচেস্টার সিটি। রেকর্ড ১৪বার চ্যাম্পিয়নস লিগ জয়ীদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারিয়ে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়া গেছে।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পরও রিয়ালকে কোনো সুযোগ দেয়নি ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা নরম ছিল তারা। কিন্তু সেই সুযোগ নিতে পারেনি রিয়াল। উলটো নিজেদের ভুলে গোল হজম করতে থাকে। ৭৬ মিনিটে কেভিন ডি ব্রুইনার ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন মিলিতাও। ম্যাচের যোগ করা সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকান হুলিয়ান আলভারেস। মাঠের নামার মাত্র দুই মিনিটের ভেতরই স্কোরশিটে নাম লেখান বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। ফিল ফোডেনের বানিয়ে দেওয়া বলে বক্সের ভেতর তিনি শুধু নিজের কাজটাই করে গেছেন। তার কোনাকুনি শট এগিয়ে এসেও ঠেকাতে পারেননি কোর্তোয়া।
ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা