অনলাইন ডেস্ক
শুক্রবার গোপালগঞ্জের মনিক্ষির গ্রামের মিজানুর রহমানের খালুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে তাকে ঢাকায় নিয়ে এসে থানায় রেখে জিঞ্জাসাবাদ করার জন্য শনিবার সকালে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।আজ শুনানী শেষে বিঞ্জ আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিকে, আজ দুপুরে ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা গনমাধ্যমকে গ্রেফতার ও রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে মেট্রোরেলের ৭৬ শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দিয়েছিল। গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ধৃত মিজানুর রহমান উক্ত মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামী।
পুলিশও মামলা সুত্রে জানা যায়, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেয়া অভিযোগে গত ২০ জুলাই রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ কর্মীর করোনার পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এ জন্য পরীক্ষাপ্রতি সাড়ে তিন হাজার করে টাকা নেয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে।মামলার প্রধান আসামি মো: সাহেদকে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা