বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স এর উদ্যোগে “ঢাকা মহানগরীর গণ-পরিবহন ও রিকশা : বাস্তবতা, সমস্যা ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) অনুষ্ঠিত হয়।
বিল্স চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সিরাজ এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম এবং ফাতেমা আক্তার ডলি, বিল্স এর নির্বাহী পরিচালক মোঃ জাফরুল হাসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, ঢাকা মহানগর দক্ষিন ট্রাফিক বিভাগের পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী, রিকশা ভ্যান মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ খান প্রমুখ।
বৈঠকে “ঢাকা মহানগরীর গণ-পরিবহন ও রিকশা : বাস্তবতা, সমস্যা ও করণীয়” বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন বিল্স এর প্রোগ্রাম কনসালটেন্ট খন্দকার আঃ সালাম। এছাড়া বিল্স সহযোগি জাতীয় ফেডারেশনের নেতৃবৃন্দ, আইএলও প্রতিনিধি, রিকশা ভ্যান মালিক সমিতির প্রতিনিধি এব রিকশা ভ্যান শ্রমিক প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, রিকশা প্রত্যেকের জন্য একটি অতি প্রয়োজনীয় বাহন, কিন্তু রিকশাচালকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তাদের মানবাধিকার, জীবন-যাপন, আইনী সুরক্ষা বিশেষ মনোযোগের দাবি রাখে। রিকশার বিষয়ে সিটি কর্পোরেশনকে স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে। বিশেষ করে দ্রুত এবং স্বল্পগতির যানবাহন নিয়ন্ত্রণ ও যন্ত্রচালিত যানবাহনের বিষয়ে পরিকল্পনা করতে হবে। রিক্সাচালকদের মানবিক বিষয়টির প্রতি দৃষ্টি রাখতে হবে। তাদেরকে সংগঠিত করতে হবে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।
তারা আরো বলেন, সারা দেশে অবৈধভাবে ব্যাটারী চালিত রিকশা চলছে। এদের কারণে যানজট এবং দূর্ঘটনার ঘটনা ঘটছে। এগুলো বন্ধ করতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। রিকশা উঠিয়ে দেওয়ার আগে রিকশা চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানবিক দিক বিবেচনা করে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সকল পক্ষকে সমন্বিত ও ঐক্যবদ্ধ হতে হবে।
সাম্প্রতিক সময়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন কতৃক কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকা মহা-নগরীর গণপরিবহন বিশেষ করে রিকশা এবং রিকশা চালকদের বিষয়ে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার প্রেক্ষাপটে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : নারী গৃহকর্মী হোসনা আক্তারকে বাংলাদেশে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন : পররাষ্ট্রমন্ত্রণালয়
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা