খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানা এলাকায় উত্ত্যক্তের কারণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার (০২ মার্চ) বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর দেয়া এক বিবৃতিতে এতথ্য জানা যায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানতে পারি যে, খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানা এলাকায় উত্ত্যক্তের কারণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায় যে, ঘটনার শিকার কলেজছাত্রী দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অটোরিক্সায় কলেজছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় বাজার সংলগ্ন মাইনি সেতুর পূর্বপাড়ে অবস্থানরত অনিল চাকমা, সুমন্ত চাকমা ও জয়েশ চাকমা জোর করে কলেজছাত্রীকে অটোরিক্সা থেকে নামিয়ে নানাভাবে উত্ত্যক্ত করে। অনিল চাকমা তাকে প্রেমের প্রস্তাব দেয়। কলেজছাত্রী প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় অনিল চাকমা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। তারা পুরো ঘটনার ভিডিওচিত্র ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। শারীরিকভাবে নির্যাতন ও উত্ত্যক্তের শিকার হয়ে এইচএসসি পরীক্ষার্থী কলেজছাত্রী শনিবার দিবাগত রাতে আত্মহত্যা করে।
বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ উত্ত্যক্তের কারণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। একইসঙ্গে তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে। সেইসঙ্গে নারীর স্বাধীন চলাচল নিশ্চিতকরার দাবি জানিয়েছে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছে সংগঠনটি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা