অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জের কৃতী সন্তান মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঐকান্তিক চেষ্টায় এই ল্যাব স্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।
এই জেলায় পিসিআর ল্যাব স্থাপিত হলে কিশোরগঞ্জের লোকজনকে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা ও রিপোর্ট নিতে ঢাকা আসতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনা পরীক্ষা করে এখান থেকে দিনের রিপোর্ট দিনেই পাওয়া যাবে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, ল্যাব প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়েছে। কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে।
এরই মধ্যে কিশোরগঞ্জকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সন্দেহজনক রোগীদের যত দ্রুত পরীক্ষা করে চিহ্নিত করা যাবে ততই মঙ্গল।
এজন্য কিশোরগঞ্জে একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। বিষয়টি অনুধাবন করে মহামান্য রাষ্ট্রপতি এ ব্যাপারে উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানিয়েছেন তারা।
এ ব্যাপারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা জানান, পিসিআর ল্যাব তৈরির প্রাথমিক কাজ চলছে।
এই ল্যাবের মাধ্যমে গোটা হাওরাঞ্চলসহ শেরপুর জেলার আশপাশের মানুষ করোনাভাইরাস শনাক্তসহ আরও কিছু উন্নত প্যাথলজি পরীক্ষার সুযোগ পাবে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা