অনলাইন ডেস্ক
রাশিয়া অভিযোগ তুলেছে, ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র উন্নয়নে তহবিল যোগাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। পশ্চিমা দেশগুলোও বলছে, রাশিয়ার এ অভিযোগ মিথ্যা। দেশগুলোর দাবি, ভবিষ্যতে ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ন্যায্যতা প্রতিষ্ঠায় এ অভিযোগ তুলেছে মস্কো। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায় রাশিয়া।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ধরনের অস্ত্র উন্নয়নের কথা অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে রাশিয়া এসব অস্ত্র প্রস্তুত করছে।
নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের খবরের প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেছেন, রাশিয়া পৃথিবীর সঙ্গে প্রতারণা করতে চাইছে কিংবা নিরাপত্তা পরিষদকে তাদের ভুয়া তথ্য ছড়ানোর ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাইছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা