অনলাইন ডেস্ক
ইউরো কাপে প্রথম ম্যাচেই রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলের সাথে থমাস মনিয়েরের এক গোলে এই বড় জয় পায় তারা।
দুর্দান্ত এক গোল করে সাইডলাইনে থাকা টেলিভিশন ক্যামেরার দিকে ছুটে গেলেন রোমেলু লুকাকু। চিৎকার করে বলে উঠলেন, ‘ক্রিস (ক্রিস্টিয়ান এরিকসেন), আমি তোমাকে ভালোবাসি।’ এরপর মাটিতে হাঁটু গেড়ে ইন্টার মিলান সতীর্থের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করলেন তিনি।
খেলার শুরু থেকেই রাশিয়াকে চাপে রেখেছিলো বেলজিয়াম। প্রথম দশ মিনিটেই রাশিয়ার জালে বল জড়ান লুকাকু। এরপর ৩৪ মিনিটের মাথায় আরও একবার এগিয়ে যায় বেলজিয়াম। এবার গোল করেন থমাস মনিয়ের। খেলার শেষ মুহূর্তে ৮৮ মিনিটে রাশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু।এই নিয়ে ২০১৮ বিশ্বকাপের পর বেলজিয়ামের হয়ে ১৯ ম্যাচ খেলে ২২ গোল করা হয়ে গেল লুকাকুর। এমন ফর্মে থাকা স্ট্রাইকার দলে থাকলে বেলজিয়াম ইউরোর স্বপ্ন দেখবে না-ই বা কেন?
হার নিয়ে মাঠ ছাড়তে হয় রাশিয়াকে।