অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নয় জনের মধ্যে তিন জনের বাড়ি রাজশাহীতে। এ ছাড়া, দুই জন চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোরও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে চার জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে একজন রাজশাহী, একজন চাঁপাইনবাবগঞ্জ ও দুই জনের বাড়ি নাটোরে।’
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৪৪টি নমুনা পরীক্ষা করে ২২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৪টি নমুনা পরীক্ষা করে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৭ দশমিক ৩১ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৪ দশমিক ৭১ শতাংশ।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। আর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১১৩ জন ভর্তি রয়েছেন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা