অনলাইন ডেস্ক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন। অন্যজন বগুড়ার।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।
আরোও পড়তে পারেন : বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৮শ’