অনলাইন ডেস্ক
বুধবার (১৪ নভেম্বর) সকালে র্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবজিত পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, রামুর ফতেখারকুল ইউনিয়নের বাসিন্দা অপহৃতের চাচা হাসনাইনুল হক ও একই এলাকার মো. শাহীন।
র্যাব জানায়, গত ১০ নভেম্বর সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদারপাড়া এলাকার এমদাদুল উলুম মাদ্রাসা গেইটের সামনে থেকে অজ্ঞাত অপহরণকারী চক্র শিশুটিকে সিএনজি তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে চক্রটি একই দিন বেলা ১১ টার দিকে ভিকটিমের মায়ের মোবাইল নম্বরে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
তাদের দাবি মত মুক্তিপণের টাকা না দিলে অপহৃত শিশুটিকে মানব পাচারকারীর মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করে দিবে অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১১ নভেম্বর রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এর পর র্যাব গোয়েন্দা তৎপরতা মঙ্গলবার সন্ধ্যায় ভিকটিম উদ্ধার করে দুই অপহরনকারীকে আটক করে। ওই সময় অপহরণকারীদের কাছ থেকে ৩টি মোবাইল, ১টি হাত ঘড়ি,১টি এটিএম কার্ড এবং নগদ ৯ হাজার টাকাও জব্দ করা হয়।
বিদেশ যাওয়ার জন্য পরিবারের কাছে টাকা চাইলে বাসা থেকে টাকা না দেয়ায় সে তার বন্ধু শাহীনকে নিয়ে তারই আপন ভাতিজিকে অপহরণের পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন ভিকটিম মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা