অনলাইন ডেস্ক
রাজধানীতে দুই বাসের বেপরোয়া গতিপ্রতিযোগিতার বলি নিহত মাঈনুদ্দিন ইসলাম দুর্জয় রামপুরার একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছিল। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বাজারের সামনে রাস্তা পার হওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে।
অনাবিল পরিবহনের একটি বাস মাঈনুদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার সাথে আহত হয় আরও দুজন। এই খবর ছড়িয়ে পড়লে, মাঈনুদ্দিনের সহপাঠী ও বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। আগুন দেয় অন্তত ১২টি বাসে। বাসগুলোর বেশিরভাগই অনাবিল পরিবহনের।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ জানান, বাসচালক ও হেলপারকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা