অনলাইন ডেস্ক
এবার করোনার দিনে লকডাউনে রান্না শিখে ফেললেন এই বলিউড অভিনেত্রী। এক সাক্ষাৎকারে রান্নার প্রসঙ্গ উঠলে বিদ্যা বলেছিলেন, ‘আমি খেতে খুব ভালোবাসি। তবে রান্নাবান্না একদম পছন্দ করি না। রান্নার মধ্যে আমি কেবল পানি গরম করতে পারি (সশব্দে হেসে)।’ আর রাঁধুনির ভূমিকা দারুণ উপভোগ করছেন বিদ্যা।
রান্নাঘরের চৌকাঠ না মাড়িয়েই বিয়ের আট বছর কেটেছে বিদ্যার। তবে ৪১ বছর বয়সে এসে করোনার কারণে রান্না করা শিখলেন বিদ্যা।
করোনার সংক্রমণ রুখতে সারা দেশে লকডাউন পালন করা হচ্ছে। তাই গৃহবন্দী বিটাউন তারকাদের অনেকেই রাঁধুনি হিসেবে নিজেদের হাত পাকাচ্ছেন।
ক্যাটরিনা, কৃতি, সোনম, বরুণ, ভিকি, দীপিকাসহ আরও অনেক অভিনেতা রান্নাঘরে ছোটখাট চেস্টা করে এটা–ওটা বানাচ্ছেন। এবার এই জোয়ারে বিদ্যাও লেগে পড়লেন। আর শুরুতেই তিনি বানালেন এক কঠিন রেসিপি। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন এই বলিউড নায়িকা। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিদ্যা মিষ্টি বানাচ্ছেন।
আর বিদ্যা যে রান্নাবান্না বেশ উপভোগ করছেন, তা প্রকাশ পেয়েছে তাঁর অভিব্যক্তিতে। বিদ্যা নিজেও মোদক খেতে ভালোবাসেন। আর এই ভিডিওতে
তিনি জানালেন, ‘আমি রান্না করতে একদমই পছন্দ করি না। তবে এখন চেষ্টা করছি নানান পদ রান্না করতে।
আর আমি দারুণ উপভোগ করছি। আমি এখন আমার সবচেয়ে পছন্দের খাবার মোদক (মিষ্টি) বানাচ্ছি। ছোটবেলায় মায়ের সঙ্গে বানাতাম।’ তিনি
আরও বলেন, ‘রান্না করাকে আমি সব সময় একজন ঘরোয়া হওয়ার প্রতীকী হিসেবে দেখেছি।
আর আমি কখনো ঘরোয়া হতে চাইনি। কিন্তু লকডাউনের সময় রান্নাকে নতুনভাবে আবিষ্কার করলাম।’
বিদ্যাকে আবারও পর্দায় দেখা যাবে গণিতবিদ শকুন্তলা দেবীর জীবনচিত্রে। বিদ্যার বিপরীতে এই ছবিতে দেখা যাবে যীশু সেনগুপ্তকে।