অনলাইন ডেস্ক
সেই সময় তিনি একাধিক সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, ছোট পর্দা তাকে অভিনয় দুনিয়ায় নিয়ে এসেছে, প্রতিষ্ঠা দিয়েছে। তাই ভাল গল্প পেলেই তিনি এই মাধ্যমে ফিরবেন। ছোট পর্দার ‘বকুল’ সে কথা ভুলেননি। নিজের কথা সত্যি প্রমাণ করতে তিনি চার বছর পরে আবারও ফিরছেন ছোট পর্দায়। এবার রাজ চক্রবর্তীর হাত ধরে।
‘গোধূলি আলাপ’-এর পর স্টার জলসায় ফের নতুন ধারাবাহিক নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। টেলিপাড়া বলছে, সেখানেই আদ্যন্ত ঘরোয়া গল্পের নায়িকা তিনি। বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। সুস্মিতের হাতেখড়ি স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘বরণ’ -এ। এর পর তাকে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘মাধবীলতা’য়। সব ঠিক থাকলে পুজোর আগে নতুন ধারাবাহিকের প্রচার ঝলক শুট করতে পারেন রাজ। যদিও তিনিও এ বিষয়ে কোনও কথা বলেননি।
ঊষসী যতটা জনপ্রিয় সুস্মিত সেই তুলনায় এখনও আনকোরা। নায়ক হিসাবে তাকে মেনে নিলেন নায়িকা? নায়িকা অধরা। এ ক্ষেত্রেও তার পুরনো সাক্ষাৎকার প্রাসঙ্গিক।
২০২৩-এ পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ছোটলোক’ সিরিজে অভিনয়ের সময় ঊষসী বলেছিলেন, “আমার বেড়ে ওঠার পরিবেশটাই আলাদা। বাবাও বিনোদন দুনিয়ার মানুষ। তাই ছোট থেকে মা-বাবা শিখিয়েছেন, প্রত্যেকে পেশাজগতে নতুন থাকেন। কাজ করতে করতে প্রতিষ্ঠা পান। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সেই সময় নতুন বলে প্রত্যেকে মুখ ফিরিয়ে নিলে যে টুকু পরিচিতি পেয়েছি সে টুকু কি পেতাম?” তাই ঊষসী স্বচ্ছন্দে নতুন নায়কের বিপরীতে অভিনয়ে রাজি হয়ে যান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা