অনলাইন ডেস্ক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন করোনা পজিটিভ ছিলেন এবং পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতায় অপর দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর চারজন, নাটোরের একজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার একজন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০৭ জন। মোট ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন।
বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে সংক্রমণের হার ১০ দশমিক ৮৩ শতাংশ। এর আগের দিন বুধবার ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ।
এর আগে গত মঙ্গলবার ছিল ১০ দশমিক ২৫ শতাংশ। এছাড়াও গত সোমবার ছিল ১৩ দশমিক ২৫ শতাংশ, গত রোববার ১৪ দশমিক ৯৫ শতাংশ, গত শনিবার ৯ দশমিক ৪৫ শতাংশ, গত শুক্রবার ১০ শতাংশ এবং গত বৃহস্পতিবার ১৩ দশমিক ৫৩ শতাংশ।