অনলাইন ডেস্ক
শুক্রবার (৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে মাধব হাওলাদার (৪০) এবং সিএনজি অটোরিকশা চালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম (৩৫)।
ওসি কামরুল হাসান জানান, গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সিএনজি অটোরিকশাটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন আহত হয়। এসময় তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে চালক সেলিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এছাড়া আহত মাধব হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। ট্রাক এবং সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা