অনলাইন ডেস্ক
মেয়াদোত্তীর্ণ হওয়ায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক আগ্রহী পদ-প্রত্যাশীরা আগ্রমী ১৫ কার্য দিবসের মধ্যে দ্বায়িত্বরত নের্তৃবৃন্দের নিকট জীবনবৃত্তান্ত জমা দেবে। দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলায় সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, উপ-মানবসম্পদ সম্পাদক হীরন ভূইয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরোও পড়তে পারেন : ছিন্নমূল মানুষদের জন্য ইফতার