সিনিয়র স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় রাজবাড়ী জেলার জাসদের সভাপতি, কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন এবং সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮ টায় রাজবাড়ী শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে আহমেদ নিজাম মন্টুর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন। প্রয়াত আহমদ নিজাম মন্টু ৬৯ এর গণঅভ্যূত্থান, স্বাধীনতা সংগ্রামে রাজবাড়ী মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে দুঃসাহসী ভূমিকা পালন করেন। আহমেদ নিজাম মন্টুর সহোদর সাত ভাই মুক্তিযুদ্ধে সম্মুখ যোদ্ধা। রাজবাড়ীতে তাদের পরিবার ‘সাত ভাই মুক্তিযোদ্ধা পরিবার’ নামে পরিচিত। আহমেদ নিজাম মন্টু রাজবাড়ীতে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি সক্রীয় রাজনীতির পাশাপাশি শিল্পকলা একাডেমিসহ সাংষ্কৃতিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি রাজবাড়ী জেলা ক্যান্সার স্যোসাইটির প্রতিষ্ঠাতা।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শোক বার্তায় বলেন, আহমদ নিজাম মন্টুর মৃত্যুতে জাসদের অপূরণীয় শুন্যতা নয়-রাজবাড়ীর প্রগতিশীল অঙ্গণেও গভীর শুন্যতা তৈরি হলো। তারা বলেন, জাসদের জন্য আহমদ নিজাম মন্টুর বৃহত্তর পরিবার যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তার মৃত্যুর সংবাদ শুনেই জাসদ স্থায়ী কমিটির সদস্য আফরোজা হক রীনা ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা আহমেদ নিজাম মন্টুর শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আহমেদ নিজাম মন্টুর জানাজা-দাফনে অংশগ্রহণ করবেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা