অনলাইন ডেস্ক
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে পাটের গুদামের পাশে থাকা একটি বোর্ডের সুইচ চাপার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মিলের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন পাটের গুদামজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পাশের গোয়ালন্দ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজ এখনো চলমান রয়েছে।
অরিয়েন্ট জুট মিলের ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা বলেন, খবর পেয়ে রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের দুটি ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের তিনটি টিমসহ মোট পাঁচটি ইউনিট তিন ঘণ্টা টানা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
অরিয়েন্ট জুট মিলের নির্বাহী পরিচালক আলী আহমেদ জানান, গুদামে প্রায় ৩০ হাজার মণ পাট ছিল। প্রতি মণ পাটের দাম ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৩০০ টাকা। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ থেকে ১৩ কোটি টাকা হতে পারে। আগুনের কারণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা