অনলাইন ডেস্ক
রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, আইনজীবী একটি মহৎ পেশা। আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি বলেন, নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। তবে দায়িত্ব পালনকালে রাজনীতির ঊর্ধ্বে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। জনগণ যেন দ্রুত ন্যায় বিচার পায়, তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান রাষ্ট্রপতি।
আরোও পড়তে পারেন : জনপ্রিয় হচ্ছে অন্য ফসলের সাথে আখের চাষ