বুধবার সন্ধা ৫টা ১৫ মিনিটে টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও বলেন, কি কারণে বা কেন আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর সেখানে পাওয়া যায়নি। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দোতলায় উঠতে না পারায় নিচে থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এতে তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। আগুন দেখে সেখানে অনেক সাধারণ মানুষ জড়ো হয়েছে। খবর পেয়ে আশেপাশের থানা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরাও সেখানে হাজির হয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়,আগুন নিয়ন্ত্রণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাধারণ জনগণকে কাছে ঘেষতে দেয়া হচ্ছে না। সেখানে শুধু ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিস কর্মী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা