অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : সরকারি ঘোষণার পর আজ রাজধানীর সবখানে ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। অনেক এলাকায় অলিগলি ও পাড়া মহল্লার পথ ছেড়ে রাজধানীর মূল সড়কেও চলছে এসব অটোরিক্সা। এতে মূল সড়কে বিশৃঙ্খলা যেমন বেড়েছে তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। এলাকা নির্দিষ্ট করে দেয়াসহ অটোরিকশা চলাচলের একটা নীতিমালা করার দাবি করেছেন চালক ও যাত্রীরা।
দুইদিন আন্দোলনের পর রাজধানীতে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচলের অনুমতি দেয় সরকার। রাজধানীতে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচলের প্রধানমন্ত্রীর অনুমোদন দেয়ার বিষয়টি সড়ক পরিবহন মন্ত্রী ঘোষণা করার পর মঙ্গলবার রাজধানীর প্রায় সব সড়কেই এসব যান চলতে দেখা যায়।
ব্যাটারি চালিত বিচিত্র ধরনের অটোরিকশা রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা ও অলিগলিতে আগে থেকে চলছিল। কখনও কখনও তা মূল সড়কেও ওঠে আসে। পুলিশ এগুলো বন্ধ করতে গেলে বিক্ষোভ শুরু করে চালকরা। তবে অনুমতি পাওয়ার পর মঙ্গলবার রাজধানীর অনেক এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা যায়।
চালকরা বলছেন নিয়ম নীতি মেনে অটো রিক্সা চালাতে চান তারা। যারা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
যাত্রীরা বলছেন অলিগলিতে অটো রিক্সা চললে সমস্যা নেই। তবে মূল সড়কে চললে বিশৃঙ্খলা তৈরি করে এবং দুর্ঘটানর ঝুঁকি বাড়গায়।
রাজধানীতে কত সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলে তার কোন হিসেব নেই সংশ্লিষ্টদের কাছে। তাই নীতিমালা করে এসব যানবাহন নিয়ন্ত্রণের দাবি সংশ্লিষ্টদের।