অনলাইন ডেস্ক
শনিবার সকাল থেকেও একইভাবে অবস্থান নেওয়ার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল এবং সতর্ক থাকা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতারা জানিয়েছেন, প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও একই নির্দেশনা রয়েছে। এ ছাড়া ঢাকার বাইরেও নেতকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ওয়ার্ড, থানার পাশাপাশি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। শনিবারও মাঠে আছেন তারা। এ ছাড়া ঢাকার প্রবেশমুখ, জিরোপয়েন্ট, গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ী, কল্যাণপুর, হাতিরপুল, জিগাতলা ও রাসেল স্কয়ার, ধানমন্ডি, নিউমার্কেট, আজিমপুর, সদরঘাট, সুত্রাপুর, শনির আখড়া, ধোলাইপাড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।
এদিকে, সকাল থেকে দিনভর ক্যাম্পাসের টিএসসি, মধুর ক্যানটিন, নীলক্ষেত, কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল ও হাইকোর্ট মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিভিন্ন হল শাখার নেতা-কর্মীদের মোটরসাইকেলের শোডাউনও দিতে দেখা যায়।
আওয়ামী লীগ নেতারা বলছেন, শুক্রবার থেকেই তাদের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সে জন্য এ সতর্ক অবস্থান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা