অনলাইন ডেস্ক
আশংকাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগি। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগির চাপ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৬৭৮ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর, একদিনে ৫ জন মারা গিয়েছে। গত ৬ মাসে মোট মৃত্যুর সংখ্যা ৬১ জন। এরমধ্যে জুলাই মাসের প্রথম চারদিনেই ১৪ জন মারা গেছে।
ঢাকা মহানগরীর অর্ধেকের কাছাকাছি এলাকাতেই এডিশ মশাল লার্ভা বেশি পাওয়া গেছে। উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, উত্তরা, আগারগাঁও, ফার্মগেট, মহাখালী ও বনানীসহ ২৭টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও, সবুজবাগ, যাত্রাবাড়ি, মাতুয়াইল, জুরাইন, পল্টন, কদমতলীসহ ২৮টি ওয়ার্ডে এডিশ মশার উপদ্রব বেশি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর।
মৃত্যু বেশি হওয়ার কারণ সম্পর্কে জানানো হয়, দেরি করে হাসপাতালে আসা এবং ভর্তির ৭২ ঘণ্টার মধ্যেই বেশি মৃত্যু হচ্ছে। তারা জানান, জলবায়ুর পরিবর্তনের ফলে, এডিস মশার ঘনত্ব ও জীবন চক্রও পাল্টে গেছে। এক্ষেত্রে মশা মারা ও মানুষের সচেতনতা দরকার বেশি।
এদিকে, এডিস মশা নিধনে কার্যক্রম শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় মশা নিধনে ওষুধ ছিটাতে দেখা গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা