রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়ে বিপুল অংকের টাকা ও স্বর্ণ উদ্ধার করেছে র্যাব। তারা দু’জন রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার বলে অভিযোগ আছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকায় একই ভবনের ওই দুই নেতার দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে তাদের দু’জনকে পাওয়া না গেলেও সেখান থেকে নগদ এক কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে।
এদিকে র্যাব সদর দপ্তরের পাঠানো এক এসএমএসে জানানো হয়, অভিযানের বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিস্তারিত দয়াগঞ্জের বানিয়ানগরে ব্রিফ করা হবে।
দয়ারগঞ্জ নতুন রাস্তা এলাকার ছয়তলা একটি ভবনের দোতলা ও পাঁচতলায় দুটি ফ্ল্যাটে এনামুল ও রুপনের বাসা। ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সোমবার রাত থেকে ওই এলাকায় র্যাবের অভিযান শুরু হয়।
রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় সোমবার ফু-ওয়াং, পিয়াসী ও ড্রাগন বারে অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধ কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে পরিচালিত অভিযানগুলিতে অবৈধ মাদক, ক্যাসিনো সরঞ্জাম, এমনকি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা