বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা না মেনে ঘর ছেড়ে বাইরে বের হওয়া ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম।
এদিকে র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে চলছে টানা সরকারি ছুটি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সরকার সবাইকে প্রয়োজনীয় কাজ ছাড়া হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে। এরপরও ঢাকাসহ সরা দেশে সেই নের্দেশনা না মেনে অনেক লোকজন অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদর দপ্তরের নির্দেশনায় কাল মঙ্গলবার থেকে সারা দেশে র্যাবের একাধিক টিমের মাধ্যামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো বাড়ানো হবে। এ অবস্থায় রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করা লোকজনকে জরিমানা করা হবে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা