রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালায়।
র্যাব-১০ এর অভিযানে কারখানার ঐ বাসা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জাল টাকা তৈরির কারখানায় র্যাবের অভিযান চলছে। অভিযান শেষে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার র্যাব-১০ এর অপারেশন অফিসার মেজর শাকিল শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটি টাকার ওপরে জাল টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা