সিনিয়র স্টাফ রিপোর্টার : জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা মঙ্গলবার (০৭ এপ্রিল) এক শোক বার্তায় নারীনেত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাখী দাশ পুরকায়স্থ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ দেশে যেকোন ক্রান্তিকাল এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রয়াত রাখী দাশ পুরকায়স্থ এর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
নারী আন্দোলনের নেত্রী ও সংগঠক, প্রাক্তন ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড রাখী দাশ পুরকায়স্থ সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভারতের গৌহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন।
তিনি বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা